• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ

  রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা

০৯ অক্টোবর ২০২১, ১৬:৩২
বিক্ষোভ মিছিল (ছবি : দৈনিক অধিকার)

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মধ্যবর্তী সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ সমাবেশ। এ সময় বিভিন্ন পেশার শত শত মানুষ এতে অংশ নেয়।

এর আগে সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চের আহবায়ক মুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র জেলা সভাপতি মিহির ঘোষ, জাসদ জেলা সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, ওয়াকার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মৃদুল কান্তি, মানবাধিকারকর্মী অঞ্জলি রানী দেবী, মুক্তিযোদ্ধা সাকোয়াত হাসেন, সিপিবি পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদিল নান্নু, সহ-সাধারণ সম্পাদক কৃষিবিদ এটিএম মিজানুর রহমান খান সুজনসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের উচ্ছেদ করে ইপিজেড স্থাপনের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বিরোধপূর্ণ জমিতে ইপিজেড চাই না। জেলা শহরের সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের জন্য ভূতপূর্ব জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক প্রস্তাব করে সরকারের সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করেছিলেন। সেটি কুচক্রমহল ধামাচাপা দিয়ে বিরোধপূর্ণ এলাকায় ইপিজেড করার পাঁয়তারা করছে। সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা যেমন সহজলভ্য হবে পাশাপাশি অর্থৈনতিক উন্নয়নে জোরালো ভুমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।

আরও পড়ুন : মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

বক্তারা আরও বলেন, গাইবান্ধা জেলা একটি পকেট জেলায় পরিণত হয়েছে। দেশের উন্নয়নের ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজকের এই আন্দোলন প্রধানমন্ত্রীর টেবিল পর্যন্ত পৌঁছালে সকল ষড়যন্ত্রের অবসান হবে। জেলা শহরের মানুষ উন্নয়নের মূল স্রোতধারায় ফিরে আসবে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড