• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিবচরে ইলিশ শিকারের দায়ে ৩৩ জেলের কারাদণ্ড

  আবু সালেহ মুছা, শিবচর (মাদারীপুর)

০৭ অক্টোবর ২০২১, ১৪:৩৭
শিবচরে ইলিশ শিকারের দায়ে ৩৩ জেলের কারাদণ্ড
ইলিশ শিকারের দায়ে ১ বছর করে কারাদণ্ড পাওয়া জেলেরা (ছবি : অধিকার)

মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৩৩ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত ৩টা থেকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত শিবচরে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দণ্ডগুলো দেওয়া হয়।

অভিযানে ১৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পদ্মায় নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকার করায় নদী থেকে ৩৩ জেলেকে আটক করে পুলিশ।

এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে জব্দকৃত ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন : বাংলাদেশি পাসপোর্টে ফের অবনতি

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বলেন, ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে নদীতে অভিযান চালানো হয়। এ সময় ইলিশ শিকার করার অপরাধে তাদের আটক করে সাজা দেওয়া হলো। এখন থেকে পদ্মায় নিয়মিত অভিযান চলবে।

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড