• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

  এম ইদ্রিছ আলী, ময়মনসিংহ

২৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৯
ময়মনসিংহ
আহত আনোয়ার হোসেন (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আনোয়ার হোসেন (৫৬) নামের এক ট্রেনযাত্রী আহত হয়েছেন।

আহত আনোয়ার হোসেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া এলাকার বাসিন্দা। তিনি সরিষাবাড়ি 'আইডিয়াল স্কুল এন্ড কলেজ'র হিসাবরক্ষক হিসাবে কর্মরত আছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও জিআরপির এসআই শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের আউটার সিগনাল এলাকায় ধীরগতিতে আসার সময় বস্তি এলাকা থেকে কেউ পাথর নিক্ষেপ করে। পাথরটি ট্রেনের যাত্রী আনোয়ার হোসেনের কপালে লেগে কেটে যায়।

খবর পেয়ে সাথে সাথেই ওই এলাকায় অভিযান চালালেও কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোন শিশু হয়তো পাথর নিক্ষেপ করতে পারে। তবে, এমন ঘটনা যেন আর না ঘটে সে জন্য আমরা স্টেশন এলাকায় নিয়মিত অভিযান চালাব।

তিনি আরও বলেন, পরে আনোয়ার হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে, তিনি খুব তাড়াহুড়া করে ওই ট্রেনে করেই আবার জামালপুরের উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন : মির্জাপুরের বেকারত্বের হার কমাচ্ছে গড়াইল শিল্পাঞ্চল

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান জানান, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি। তবে, আহত ব্যক্তি আমাদের কিছু জানায়নি।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড