• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদপুর জেলা প্রশাসকের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

  শিহাবুদ্দীন সেলিম, চাঁদপুর

২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৯
সভা
শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভা। ছবি : দৈনিক অধিকার

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলছেন, হিন্দু সম্প্রদায়ের বৃহত্তর ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। প্রত্যেক উপজেলায় কন্ট্রোল রুম থাকবে। পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রস্তুত রাখতে হবে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আমাদের প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, যাতে আইনশৃঙ্খলার ব্যত্যয় না ঘটে। কোনো নারী যাতে ইভটিজিংয়ের শিকার না হয়।

সভার শুরুতেই বিগত সভার কার্যবিবরণী পাঠসহ সিদ্ধান্তসমূহ তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন।

সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, এনএসআই চাঁদপুর শাখার উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, এডিএম নাসির উদ্দিন সারোয়ার, জেলা স্কাউট কমিশনার ও হরিভোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা প্রমুখ।

আরও পড়ুন : পেকুয়ায় থামছেই না পাহাড় কাটার ধুম, দখল হচ্ছে বনভূমি

উল্লেখ্য, আর মাত্র কয়েক দিন পরেই উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার চাঁদপুরের ৮টি উপজেলার ২১১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এ লক্ষ্যে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে জেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড