• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শত্রুতায় কৃষকের ৭০টি গাছ কাটলেন দম্পতি

  মো. মনোয়ার হোসেন রুবেল, ধামরাই, ঢাকা

০৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৮
লিখিত অভিযোগ
থানায় দায়ের করা লিখিত অভিযোগের কপি। ছবি : দৈনিক অধিকার

ব্যক্তিগত রেষারেষির জেরে ঢাকার ধামরাইয়ে কৃষকের প্রায় ৭০টি ইউক্যালিপটাস গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক দম্পতির বিরুদ্ধে।

এ ঘটনায় রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক আলতাফ হোসেন সামাদ।

এর আগে গত ৩০ আগস্ট উপজেলার সানোড়া ইউনিয়নের ছোট নারায়ণপুর (শোলধন) গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দম্পতি হলেন- মো. মোশাররফ হোসেন (৪২) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৩৫)। তারা উভয়েই ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের ছোট নারায়ণপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া ভুক্তভোগী কৃষক আলতাফ হোসেন সামাদ একই এলাকার মৃত শামসুল হকের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ধামরাইয়ের শোলধন মৌজায় ক্রয়সূত্রে আরএস ১০৮ ও ১০৯ দাগে ১৪ দশমিক ৪৫ শতাংশ জমির মালিক হন ভুক্তভোগী ওই কৃষক। সেখানেই ৪ বছর আগে ইউক্যালিপটাস গাছ রোপণ করেন তিনি। সম্প্রতি সেই জমি দখলের চেষ্টা চালায় অভিযুক্তরা। এরই মধ্যে গত ৩০ আগস্ট তারা ওই জমির সব গাছ কেটে নষ্ট করে ফেলেন। এ ঘটনায় বাঁধা দিতে গেলে ভুক্তভোগীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারধরের হুমকিও দেয় ওই দম্পতি।

আরও পড়ুন : মানচিত্র থেকে মুছে যাচ্ছে জামালপুরের আইরমারী খান গ্রাম!

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড