• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম আর নেই

  রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম

০৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:২১
মুক্তিযোদ্ধা
বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম (৭০) আর নেই।

বার্ধক্যজনিত রোগে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের দফর সম্পাদক শেখ মফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের মৃত আলহাজ ইয়াকুব আলীর তৃতীয় ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির পদে দায়িত্বরত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে মরহুমের নিজ গ্রামের স্থানীয় জামে মসজিদ ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

আরও পড়ুন : রাউজানে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

এ দিকে, বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, রাউজান ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, নোয়াপাড়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বাবুল মিয়াসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড