• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেল নুপুরের মুখ

  সারাদেশ ডেস্ক

২৪ নভেম্বর ২০২০, ১৩:১৭
অ্যাসিড নিক্ষেপ
স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেল নুপুরের মুখ (প্রতীকী ছবি)

নাটোরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে স্ত্রী নুপুরের মুখমণ্ডল। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জেলার বড়াইগ্রাম উপজেলার কামারদহ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূ নার্গিস আক্তার ওরফে নুপুর (২৮) ওই গ্রামের আনোয়ার হোসেন তাজেনের মেয়ে।

অপরদিকে নুপুরের স্বামী আবু তালেব আহমেদপুর এলাকার মৃত রাহাত আলীর ছেলে। সে শ্বশুরবাড়িতেই ঘরজামাই হিসেবে থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক নানা কারণে বিয়ের পর থেকে নুপুর ও তালেবের মধ্যে কলহ লেগেই থাকত। এরই জেরে সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে আবু তালেব তার স্ত্রী নুপুরের শরীরে অ্যাসিড ছুড়ে মারে। এতে নুপুরের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

পরে পরিবারের লোকজন নুপুরকে উদ্ধার করে প্রথমে নাটোর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ দিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত তালেব পলাতক রয়েছেন।

আরও পড়ুন : জামালপুরে আরও তিনজনের করোনা শনাক্ত, আক্রান্ত ১৭১৭

ঘটনার সত্যতা স্বীকার করে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ইতোমধ্যেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি অভিযুক্ত তালেবকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। তালেবের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড