• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্ত্রীকে হত্যার পর ফাঁসিতে ঝুলানোর অভিযোগ

  ফরিদপুর প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৮
লাশ
লাশ (প্রতীকী ছবি)

সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জেসমিন বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের স্বামী রুবেল মুন্সির বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের দাবি, শ্বাসরোধে হত্যার পর বিষয়টিকে আত্মহত্যা প্রমাণিত করতে লাশ ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনায় নিহতের চাচা সূর্য মিয়া বাদী হয়ে ইউডি মামলা এবং নিহতের বাবা থানায় একটি হত্যার অভিযোগ দিয়েছেন।

নিহত গৃহবধূ জেসমিন একই উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকুন্দি গ্রামের ফারুক শেখের মেয়ে।

জেসমিনের বাবা ফারুক শেখ অভিযোগ করেন, পাঁচ বছর আগে তার মেয়ের সঙ্গে রুবেল মুন্সির বিয়ে হয়। এখনো তাদের কোনো সন্তানাদি হয়নি।

মেয়েটি শিক্ষিত কিন্তু জামাই অশিক্ষিত বেকার জানিয়ে তিনি বলেন, নেশাগ্রস্থ জামাই রুবেল মোবাইল প্রতারক চক্র ‘ওয়েলকাম পার্টির’ সাথে জড়িত। আমার মেয়ে তাকে ভালো পথে আনতে বহু চেষ্টা করছে। এ নিয়ে প্রায় সময় জেসমিনকে রুবেল মারধর করত। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে জেসমিনের মোবাইলটি আছাড় দিয়ে ভেঙে ফেলে রুবেল এবং জেসমিনকে গলাটিপে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এই খবর আমরা ওই এলাকা থেকে পেয়েছি। পরে আমি থানায় হত্যা মামলার অভিযোগ দিয়েছি।

আরও পড়ুন : ভাগ্নের হাতেই জীবন প্রদীপ নিভল মামীর

বিষয়টি নিশ্চিত করে ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই আবুল বাশার দৈনিক অধিকারকে বলেন, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ওই গৃহবধূ দোতলা ভবনের একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে তার স্বামীর পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে বিষয়টিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড