• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাগ্নের হাতেই জীবন প্রদীপ নিভল মামীর

  শেরপুর প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৪
নিহত
নিহত রোজিনা বেগমের লাশ (ছবি : দৈনিক অধিকার)

বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে শেরপুরে ভাগ্নের হাতে মামী খুন হয়েছেন।

নিহত গৃহবধূর নাম রোজিনা বেগম (৪৫)। তিনি সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়াগড় গ্রামের হাতেম আলীর স্ত্রী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোজিনা বেগমের মৃত্যু হয়।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হাওড়াগড় গ্রামে এ ঘটনা ঘটে।

এ দিকে, ঘটনার পর থেকে ভাগ্নে আব্দুল কাদির ও তার পরিবার পলাতক রয়েছে। কাদির হাওড়াগড় গ্রামের হামিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, কিছুদিন ধরে বাড়ির সীমানা নিয়ে রোজিনা বেগমের সঙ্গে তার ভাগ্নে হামিজ উদ্দিনের ছেলে আব্দুল কাদিরের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার বিকালে রোজিনার ছেলে মজনু মিয়া বিরোধপূর্ণ ওই সীমানায় একটি সজনে গাছের ডাল রোপণ করতে যান। এ সময় মজনুর সঙ্গে তার ফুফু কাজলি বেগম ও ফুফাতো ভাই আব্দুল কাদিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাদির উত্তেজিত হয়ে রোজিনার মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।

পরে স্বজনরা এলাকাবাসীর সহায়তায় রোজিনা বেগমকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে রোজিনা বেগমের মৃত্যু হয়।

আরও পড়ুন : ভবনের পিলার ধ্বসে পথচারী ও শ্রমিকের মৃত্যু

ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইগাতী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান দৈনিক অধিকারকে বলেন, এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন সদর থানার এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড