• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মির্জাপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত প্রয়াত মেয়রের স্ত্রী

  মির্জাপুর প্রতিনিধি, টাঙ্গাইল

২২ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৯
উপ-নির্বাচন
প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী ও উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা আক্তার শিমু (ছবি : সংগৃহীত)

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা আক্তার শিমুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা নির্বাচন অফিস থেকে সালমা আক্তার শিমুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।

শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের পরদিনই তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী মেয়েকে গলাকেটে হত্যা, একজনের যাবজ্জীবন

এর আগে গত ১১ ফেব্রুয়ারি মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর থেকেই পৌরসভার মেয়রের আসনটি শূন্য হয়। পরে গত ৬ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড