• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিনাজপুরে হাসপাতালে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

  দিনাজপুর প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮
আগুন
দিনাজপুর সদর হাসপাতালে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে (প্রতীকী ছবি)

দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের পরিত্যক্ত ষ্টোর রুমে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আহাদ আলী, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন।

ঘটনার পর থেকে হাসপাতালে চিকিৎসাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এমন ৮০ জনকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন : বিয়ের ৬ মাসেই লাশ হলো বৃষ্টি

ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড