• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতীয় শাড়িসহ ধরা খেল তিনজন

  নড়াইল প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৯
গ্রেপ্তার
ভারতীয় শাড়িসহ ধরা খেল তিনজন (ছবি : দৈনিক অধিকার)

গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে নড়াইলের লোহাগড়া উপজেলায় ১১৭ পিস ভারতীয় শাড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া থানায় একটি মামলা করা হয়েছে।

এর আগে সোমবার (৩১ আগস্ট) রাতে লোহাগড়া বাজারের লিবার্টি সু’র পার্শ্ববর্তী বটতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- কুমিল্লা জেলার দেবিদ্বার থানার চাপানগর গ্রামের মৃত নুরুল হকের ছেলে বশিরুল হক (৩৮), ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দিঘিরপাড় গ্রামের মৃত সৈয়দ আবু জাফরের ছেলে সৈয়দ আবু জাহিদ (৪০) ও যশোর জেলার বেনাপোল থানার বড়আচড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মামুনুর রহমান (৩২)।

ডিবি পুলিশের এসআই মিল্টন কুমার দেবদাস দৈনিক অধিকারকে জানান, সোমবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদে লোহাগড়া বাজারের লিবার্টি সু’র পার্শ্ববর্তী বটতলা এলাকার রাস্তার ওপর থেকে প্রাইভেট কারে থাকা ১১৭ পিস ভারতীয় শাড়ি ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। একেই সময় প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

আরও পড়ুন : প্রকাশ্যে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে নড়াইলের ডিবি পুলিশের ওসি মো. নাসির উদ্দিন দৈনিক অধিকারকে জানান, গ্রেপ্তারদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানিয়েছেন তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড