• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নৌ দুর্ঘটনায় নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

  বরিশাল প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩১
লাশ
লাশ (প্রতীকী ছবি)

নৌ দুর্ঘটনায় নিখোঁজের পর বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদী থেকে জেলে জয়নাল সিকদারের (৪৭) লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে মেঘনায় দুটি স্পিডবোর্টের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে রাজিয়া আক্তার (১০) নামক এক শিশু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পুরাতন লঞ্চঘাট সংলগ্ন মেঘনার শাখা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জয়নাল সিকদার উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে বাসিন্দা।

এর আগে সোমবার (৩১ আগস্ট) মেঘনায় দুটি স্পিডবোর্টের মুখোমুখি সংঘর্ষে রাজিয়া আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে নৌকায় একা মেঘনায় মাছ ধরতে গিয়েছিলেন জয়নাল সিকদার। এরপরই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। নদীতে সন্ধান চালিয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে তার লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো নৌযানের ধাক্কায় নৌকাডুবিতে জয়নালের সলিল সমাধি ঘটেছে। তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, একাটি যাত্রীবাহী লঞ্চ জয়নালের নৌকার ওপর দিয়ে গেলে তার মৃত্যু হয়।

এ দিকে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে হিজলা উপজেলার বাবুচর সংলগ্ন মেঘনার শাখা নদীতে দুটি যাত্রীবাহী স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষ হলে রাজিয়া আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। রাজিয়া উপজেলার মেমানিয়া ইউনিয়নের ভারইয়া এলাকার মো. বেলাল হোসেনের মেয়ে।

আরও পড়ুন : স্কুলছাত্রকে অপহরণ ও হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

এ ব্যাপারে হিজলা থানার ওসি অসিম কুমার সিকদার দৈনিক অধিকারকে জানান, শিশু রাজিয়া তার মামা মো. আব্দুল্লার সঙ্গে স্পিডবোর্টে পুরাতন হিজলা এলাকা থেকে একতা খেয়াঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি স্পিডবোর্টের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় আহত স্পিডবোর্ট চালক মো. টিপু ও মো. ইউসুফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড