• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিখোঁজের ৩৭ ঘণ্টা পর পুলিশ সদস্যর লাশ উদ্ধার : খোঁজ মেলেনি সন্তানের

  নড়াইল প্রতিনিধি

৩০ আগস্ট ২০২০, ১১:২৩
নিখোঁজ হওয়া পুলিশ সদস্য ও তাঁর শিশু
নিখোঁজ হওয়া পুলিশ সদস্য ও তাঁর শিশু

অবশেষে নিখোঁজের প্রায় ৩৭ ঘণ্টা পর নড়াইলের লোহাগড়ার কালনা ঘাট এলাকায় মধুমতি নদীতে নিখোঁজ হওয়া পুলিশ সদস্য আবু মুসা রেজওয়ান মোল্যার(২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এখনো নিহত পুলিশ সদস্যের শিশু পুত্র আনাসের খোঁজ মেলেনি।

গত শুক্রবার এ দুর্ঘটনা ঘটার পর থেকে উদ্ধার অভিযান চললেও গত শনিবার দুপুর ৩টার দিকে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, রবিবার(৩০ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে লোহাগড়ার মহিসাপাড়া ঘাট এলাকায় (কালনা ঘাট থেকে ১কিলোমিটার দক্ষিণে) মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাশিয়ানি থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে সকাল ১০ টার দিকে লাশ হস্তান্তর করে পুলিশ।

সূত্র জানায়, গত শুক্রবার বিকাল ৫ টার দিকে লোহাগড়ার চাচই গ্রামের আজাদ মোল্যার ছেলে পুলিশ কনস্টবল আবু মুসা রেজওয়ান মোল্যা(২৮) তার স্ত্রী সাদিয়া বেগম ও ছয়মাস বয়সী শিশুপুত্র আনাস সহ ৬ জনে মিলে নৌকা ভ্রমণে মধুমতি নদীতে যান। সন্ধ্যা ৭ টার দিকে বাড়ি ফেরবার জন্যে রওনা হলে কালনা ঘাটের কাছে এসে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফলে ট্রলারটি চালকের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। প্রচণ্ড স্রোতে থাকায় দিশেহারা হয়ে পড়েন চালক।

আরও পড়ুন : খোঁজ মেলেনি নড়াইলে নিখোঁজ শিশু পুত্রসহ পুলিশ সদস্যর

এক পর্যায়ে দ্রুত গিয়ে ট্রলারটি নির্মাণাধীন মধুমতি সেতুর নদীর মাঝের শিটপাইলের সাথে আঘাত লাগে। পুলিশ কনস্টবল আবু মুসা রেজওয়ান শিশু পুত্রকে নিয়ে নৌকার উপর দাঁড়িয়ে ছিলেন। সজোরে ধাক্কা লাগায় আবু মুসা শিশু পুত্রকে নিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড