• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে একজন নিহত

  কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটি

২৮ আগস্ট ২০২০, ১৫:৫০
নিহত
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত ব্যক্তির নাম হলো রুপন তনচংগ্যা (৪৫)। তিনি রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় বাডি মনি তনচংগ্যার ছেলে।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বৃহস্পতিবার(২৭ আগস্ট) সন্ধ্যা ৭ টা নাগাদ নিহত ব্যক্তি বাজার করে রাইখালী কারিগর পাড়া পূর্নবাসন এলাকায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে ঐ ব্যক্তিকে বন্য হাতি আক্রমণ করলে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল এ নেবার পরামর্শ দেন। সেখান থেকে আহত রুপন তনচংগ্যাকে চট্রগ্রাম মেডিকেল এ নেবার সময় রাত ৯ টায় পথের মধ্যে তিনি মৃত্যু বরণ করেন।

আরও পড়ুন : ‘তালের পিঠা’ কেরে নিল দুই ভাইয়ের প্রাণ

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শুক্রবার(২৮ আগস্ট) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড