• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিন কিশোর হত্যা : রিমান্ডে পুলিশকে গুরুত্বপূর্ণ দিল আসামিরা

  যশোর প্রতিনিধি

১৭ আগস্ট ২০২০, ২১:০০
রিমান্ড
তিন কিশোর হত্যা : রিমান্ডে পুলিশকে গুরুত্বপূর্ণ দিল আসামিরা (ছবি : দৈনিক অধিকার)

যশোর শিশু উন্নয়নকেন্দ্রে তিন ‘বন্দি’ হত্যা মামলায় আটক পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সমাজসেবা অধিদফতর ও যশোর জেলা প্রশাসন কর্তৃক গঠিত দুইটি তদন্ত কমিটি।

এই লক্ষ্যে উভয় কমিটির পক্ষ থেকে সোমবার (১৭ আগস্ট) আদালতে আবেদন করা হয়েছে।

এ দিকে, উভয় কমিটি ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে চলেছে।

সোমবার হাসপাতালে ভর্তি আহত বন্দিদের সাথে তদন্ত কমিটির সদস্যরা কথা বলেছেন। এরপর পুলেরহাটের শিশু উন্নয়নকেন্দ্রে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্য বন্দিদের সাথেও কথা হয়েছে তদন্তকারী কর্মকর্তাদের।

অন্যদিকে রিমান্ডে থাকা ৫ আসামির মধ্যে কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুক ও সাইকো সোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমানের তিন দিনের রিমান্ড শেষ হয়েছে। তারা রিমান্ডে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। বাকি তিনজন তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর এ কে এম শাহানুর আলমের রিমান্ড শেষ হবে বুধবার।

যশোর আদালত সূত্রে জানা গেছে, শিশু উন্নয়নকেন্দ্রে পৈশাচিক ঘটনার সমাজসেবা অধিদফতর কর্তৃক গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত টিম এবং যশোর জেলা প্রশাসন কর্তৃক গঠিত আরও একটি টিম আসামিদের সাথে কথা বলতে চান। বিশেষ করে যারা এই হত্যা মামলায় আটক হয়ে পুলিশের রিমান্ডে আছেন। এ লক্ষ্যে একটি আবেদন আদালতে দাখিল করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইন সোমবার কোনো আদেশ দেননি। তবে আসামিদের রিমান্ড শেষ হওয়ার পর আদালতে পাঠালে তারপর আবেদনের শুনানি হবে বলে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রোকিবুজ্জামান দৈনিক অধিকারকে জানিয়েছেন, রিমান্ডে থাকা আসামিদের কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না।

তিন কিশোর হত্যা : রিমান্ডে পুলিশকে গুরুত্বপূর্ণ দিল আহতরা

যশোর প্রতিনিধি

যশোর শিশু উন্নয়নকেন্দ্রে তিন ‘বন্দি’ হত্যা মামলায় আটক পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সমাজসেবা অধিদফতর ও যশোর জেলা প্রশাসন কর্তৃক গঠিত দুইটি তদন্ত কমিটি।

এই লক্ষ্যে উভয় কমিটির পক্ষ থেকে সোমবার (১৭ আগস্ট) আদালতে আবেদন করা হয়েছে।

এ দিকে, উভয় কমিটি ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে চলেছে।

সোমবার হাসপাতালে ভর্তি আহত বন্দিদের সাথে তদন্ত কমিটির সদস্যরা কথা বলেছেন। এরপর পুলেরহাটের শিশু উন্নয়নকেন্দ্রে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্য বন্দিদের সাথেও কথা হয়েছে তদন্তকারী কর্মকর্তাদের।

অন্যদিকে রিমান্ডে থাকা ৫ আসামির মধ্যে কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুক ও সাইকো সোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমানের তিন দিনের রিমান্ড শেষ হয়েছে। তারা রিমান্ডে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। বাকি তিনজন তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর এ কে এম শাহানুর আলমের রিমান্ড শেষ হবে বুধবার।

যশোর আদালত সূত্রে জানা গেছে, শিশু উন্নয়নকেন্দ্রে পৈশাচিক ঘটনার সমাজসেবা অধিদফতর কর্তৃক গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত টিম এবং যশোর জেলা প্রশাসন কর্তৃক গঠিত আরও একটি টিম আসামিদের সাথে কথা বলতে চান। বিশেষ করে যারা এই হত্যা মামলায় আটক হয়ে পুলিশের রিমান্ডে আছেন। এ লক্ষ্যে একটি আবেদন আদালতে দাখিল করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইন সোমবার কোনো আদেশ দেননি। তবে আসামিদের রিমান্ড শেষ হওয়ার পর আদালতে পাঠালে তারপর আবেদনের শুনানি হবে বলে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রোকিবুজ্জামান দৈনিক অধিকারকে জানিয়েছেন, রিমান্ডে থাকা আসামিদের কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না।

আরও পড়ুন : কুলাউড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ আগস্ট দুপুর থেকে শিশু উন্নয়নকেন্দ্রের ১৮ বন্দির উপর নির্যাতন চালানো হয়। এতে তিন বন্দি কিশোর নিহত হয়। এছাড়া আহত ১৫ জনকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ আগস্ট দুপুর থেকে শিশু উন্নয়নকেন্দ্রের ১৮ বন্দির উপর নির্যাতন চালানো হয়। এতে তিন বন্দি কিশোর নিহত হয়। এছাড়া আহত ১৫ জনকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড