• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুলাউড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

১৭ আগস্ট ২০২০, ১৮:৪৩
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরীসহ অন্যরা (ছবি : দৈনিক অধিকার)

সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ মাস্ক ব্যবহার না করায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এই অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ জন পরিবহন চালক, একজন মুদি দোকানি ও এক হোটেল মালিকসহ মোট ১১ জনকে বিভিন্ন অর্থদণ্ডে দণ্ডিত করে মোট ১৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে সোমবার (১৭ আগস্ট) উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কুলাউড়া থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

আরও পড়ুন : দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলের চেষ্টা, আটক ৭

এ ব্যাপারে ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরী দৈনিক অধিকারকে জানান, কুলাউড়া-মৌলভীবাজার রোডের যাত্রীবাহী বাস ও লাইটেস গাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ৯ জন গাড়ি চালক, একজন মুদি দোকানি ও এক হোটেল মালিকসহ মোট ১১ জনকে এই অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ সময় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে গাড়ি চালকদের সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ইউএনও ফরহাদ চৌধুরী।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড