• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট পিন্টু আর নেই

  কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটি

১২ আগস্ট ২০২০, ২৩:৫৬
মুক্তিযোদ্ধা
প্রয়াত মুক্তিযোদ্ধা রবার্ট রোনাল্ড পিন্টু (ছবি : দৈনিক অধিকার)

রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রবার্ট রোনাল্ড পিন্টু আর নেই।

বুধবার (১২ আগস্ট) বিকাল ৩টার দিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা রবার্ট রোনাল্ড পিন্টু কাপ্তাই উপজেলা মিশন এলাকার বাসিন্দা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে তিনি জটিল লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। এর আগে তাকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতাল এই চিকিৎসা দেওয়া হলেও গত ১০ আগস্ট বিকাল ৪টায় তাকে তার জন্মস্থান চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে এনে ভর্তি করা হয়।

প্রয়াত মুক্তিযোদ্ধা রবার্ট রোনাল্ড এর মৃতদেহ বর্তমানে চন্দ্রঘোনা মিশন এলাকায় তার বাসভবনে রাখা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা জানান, আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে তাকে চন্দ্রঘোনা মিশন হাসপাতাল সংলগ্ন শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হবে এবং বেলা ১২টায় মিশন খিয়াং পাড়ায় তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত মুক্তিযোদ্ধা রবার্ট রোনাল্ড। এছাড়া তিনি কাপ্তাই উপজেলা রাইফেল ক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমিসহ অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

আরও পড়ুন : যন্ত্রণায় স্ত্রী করেছেন আত্মহত্যা, ভিটেবাড়ি হারিয়ে পালিয়ে বেড়াচ্ছেন শিক্ষক

এ দিকে, মুক্তিযোদ্ধা রবার্ট রোনাল্ড পিন্টুর মৃত্যুতে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলার নির্বাচিত সাংসদ দীপংকর তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংসহ অনেক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড