• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছোট ভাইয়ের অনৈতিক সম্পর্কের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যা

  ময়মনসিংহ প্রতিনিধি

২৮ জুলাই ২০২০, ২০:৪২
গৌরীপুর থানা
গৌরীপুর থানা (ছবি : দৈনিক অধিকার)

চার সন্তানের জননীর সঙ্গে প্রতিবেশী যুবক এমদাদুল হকের (২৫) অনৈতিক সম্পর্কের জেরে ময়মনসিংহের গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় নিজাম উদ্দিন কমল (৪৮) নামে এক কবিরাজকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সম্পর্কে নিজাম উদ্দিন অভিযুক্ত যুবক এমদাদুল হকের বড় ভাই।

নিহত কবিরাজ নিজাম উদ্দিন কমল গৌরীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই হত্যকাণ্ডে পরকীয়া সম্পর্কের বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে।’

এর আগে সোমবার (২৭ জুলাই) মধ্যরাতে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দায়িরাপুর গ্রামে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও পিটুনিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী সালেমা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ‘কবিরাজ নিজাম উদ্দিন কমলের ছোট ভাই এমদাদুল হকের সাথে প্রতিবেশী এক নারীর অনৈতিক সম্পর্ক ছিল। এরই জেরে সোমবার রাতে এমদাদুল হক ওই নারীর সঙ্গে দেখা করতে গেলে ওই নারীর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে লাঠি সোটা নিয়ে তাকে ধাওয়া করে। পরে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় এমদাদুলের ডাক-চিৎকারে তার বড় ভাই কমল ঘর থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

নিহত নিজাম উদ্দিন কমলের ছেলে মেহেদি হাসান দৈনিক অধিকারকে বলেন, ‘যে নারীর সাথে আমার চাচার সম্পর্ক ছিল তাদের পরিবারের লোকজন আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলার পাশাপাশি আমাদের বাড়িঘরও ভাঙচুর করেছে। আমি বাড়িঘরে হামলা ভাঙচুরসহ আমার বাবা হত্যার বিচার চাই।’

আরও পড়ুন : কুলাউড়ায় করোনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

বিষয়টিতে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন দৈনিক অধিকারকে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরকীয়া সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড