• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রামেকের করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে দুইজনের মৃত্যু

  রাজশাহী প্রতিনিধি

১২ জুন ২০২০, ১৯:৪৮
রামেক
ছবি : সংগৃহীত

প্রাণঘাতী করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালে হাসপাতালের করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে মারা যান তারা।

মৃত দুইজন হলেন- নওগাঁ সদর উপজেলার ঘোষপাড়া এলাকার চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে চিরঞ্জিত মণ্ডল (৫০) এবং রাজশাহীর বাগমারা উপজেলার মজিদপুরের নবিকুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৪৫)।

পেশায় স্কুলশিক্ষক চিরঞ্জিত মণ্ডল মারা যান বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে। এর ঘণ্টাখানেক আগে করোনার উপসর্গ নিয়ে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি হাসপাতালের ২৯নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন।

একই ওয়ার্ডে শুক্রবার সকাল ৭টার দিকে মারা যান গৃহিণী ফাতেমা বেগম। করোনার উপসর্গ নিয়ে গত ৯ জুন তাকে হাসপাতালে নেয়া হয়। ওই দিন থেকেই তিনি ২৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

এই তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ওই দুজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের পরিবারের কারো করোনা সংক্রমণ নেই। মরদেহের নমুনা নেয়া হয়েছে। শনিবার পরীক্ষার ফল আসতে পারে।

আরও পড়ুন : রাজশাহীতে করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়ালো

এদিকে শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজশাহী বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ধরা পড়েছে মোট ২ হাজার ৯৯ জনের। এর মধ্যে গত এক দিনে করোনা ধরা পড়েছে ১০৮ জনের।

এ পর্যন্ত বিভাগে ২৬ জনের প্রাণ নিয়েছে করোনা। এর মধ্যে গত এক দিনে মারা গেছেন দুজন। এ পর্যন্ত করোনা জয় করেছেন বিভাগের ৪৬৪ জন। এছাড়া করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে এসেছেন ৩৭১ জন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড