• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যমুনায় ভেসে উঠল ১২ লাশ

  সিরাজগঞ্জ প্রতিনিধি

২৯ মে ২০২০, ১৮:৪৯
লাশ
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১২ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছেন চারজন।

শুক্রবার (২৯ মে) দুপুরে কাঁঠালবাড়ি ও সকালে উপজেলার খাস কাউলিয়া থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে এদের নাম-পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহীনুর কবির বলেন, সকালে খাস কাউলিয়ার চর ও দুপুরে কাঁঠালবাড়ি এলাকায় নদীতে ভাসমান মরদেহ দুটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

গত ২৬ মে দুপুরে এনায়েতপুর থেকে ৭৩ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা চৌহালী যাওয়ার পথে স্থলচর এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ৫৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। ওই সময় ঘটনাস্থল থেকে শিশুসহ দুইজন ও খাস কাউলিয়ার চর থেকে একজনের মরদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন : ঢাকা থেকে বাড়ি ফেরা ইউপি সদস্য করোনায় আক্রান্ত

পরদিন বুধবার (২৭ মে) জোতপাড়া ও স্থলচর এলাকা থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌহালী ও এনায়েতপুর থানাধীন যমুনা নদীর বিভিন্ন চরাঞ্চল থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার হয়।

শুক্রবার (২৯ মে) চৌহালীর খাস কাউলিয়ার চর ও কাঁঠালবাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্ধার হয়। এ নিয়ে গত তিনদিনে মোট ১২ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছেন এক নারীসহ মোট চারজন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড