• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত থেকে এসে জ্বর-ঠান্ডায় শিক্ষকের মৃত্যু, এলাকায় আতঙ্ক

  খুলনা প্রতিনিধি

২০ মার্চ ২০২০, ১৬:২২
নিহত
নিহত স্কুল শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস (ছবি : দৈনিক অধিকার)

সদ্য ভারত থেকে ফিরে জ্বর-ঠান্ডায় আক্রান্ত হয়ে খুলনায় বিষ্ণুপদ বিশ্বাস (৫০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকাজুড়ে করোনার আতঙ্কের সৃষ্টি হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামের নিজ বাড়িতে ওই শিক্ষকের মৃত্যু হয়।

নিহত বিষ্ণুপদ বিশ্বাস শিয়ালী গ্রামের মৃত পবন বিশ্বাসের ছেলে। তিনি শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

স্থানীয়রা জানান, শিয়ালী গ্রামের শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাসের পরিবার দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে। কিছুদিন আগে তিনি পরিবারের সঙ্গে দেখা করার জন্য ভারতে যান। সম্প্রতি সেখান থেকে ফিরে আসার পর জ্বর-ঠান্ডায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

ওই শিক্ষকের ভাই মৃত্যুঞ্জয় বিশ্বাস দৈনিক অধিকারকে বলেন, ‘গত ৮ মার্চ ভারত থেকে নিজ বাড়িতে আসেন বিষ্ণুপদ বিশ্বাস। তার বড় ধরনের কোনো রোগ ছিল না। আসার পর শুধু জ্বর-ঠান্ডা ছিল। গত রাতে হঠাৎ মারা যান তিনি।’

আরও পড়ুন : খুলনা মেডিকেলে জ্বর-কাশিতে আক্রান্ত হয়ে ২ রোগীর মৃত্যু

বিষয়টি নিয়ে বর্তমানে এলাকাবাসীদের মধ্যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড