• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাজেকে হামে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত শতাধিক

  রাঙ্গামাটি প্রতিনিধি

২০ মার্চ ২০২০, ১২:১৬
রাঙ্গামাটি
হামের প্রাদুর্ভাব (ছবি : দৈনিক অধিকার)

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত দুর্গম সাজেক ইউনিয়নের তুইচুই ও শিয়ালদাহ মৌজার অধীনে হাম রোগে সম্প্রতি সাত শিশু মারা গেছে। এ রোগের প্রাদুর্ভাবে প্রায় একশতাধিকের বেশি শিশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সাজেক ইউপি চেয়ারম্যান নেনসন চাকমা নয়ন ও ৭ নম্বর ওয়ার্ড মেম্বার হিরানন্দ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তারা বলেছেন, গত মাসে ২ জন শিশু হাম রোগে মারা গেছেন। চলতি মার্চ মাসে (২০ মার্চ পর্যন্ত) ৫ জন শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা ৭ জন আর সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা ৫ জন।

সাজেকে হাম রোগে নিহত শিশুরা হলো- রোজিনা ত্রিপুরা (৮), সাগরিকা ত্রিপুরা (১১), কহেন ত্রিপুরা (৩), বিষান ত্রিপুরা (২), কোলাই ত্রিপুরা (২) ও মনে ত্রিপুরা (দেড়বছর)।

সাজেক ইউপি চেয়ারম্যান নেনসন চাকমা নয়ন ও ৭ নম্বর ওয়ার্ড মেম্বার হিরানন্দ ত্রিপুরা মুঠোফোনে বলেন, হাম রোগের প্রাদুর্ভাবের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সেনা, বিজিবি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রোগটি নিয়ন্ত্রণে না আসার কারণ ওই এলাকার জনসাধারণ একেবারে অশিক্ষিত ও অসচেতন। যার কারণে চিকিৎসা দিয়েও ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ। অপরদিকে ওই সব এলাকার সঙ্গে সদর উপজেলার যোগাযোগের ব্যবস্থা পায়ে হাঁটা ছাড়া অন্য উপায় নেই। যার কারণে ওই সব হাম রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে আনা সম্ভব হয় না। তবে এ ব্যাপারে প্রশাসন আন্তরিক রয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু মুঠোফোনে বলেন, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ওই এলাকায় হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিলে ২ ফেব্রুয়ারি ১ শিশু মারা যায়। ওই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও স্বাস্থ্য বিভাগ মিলে তাদের চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়। গত ২৭ ফেব্রুয়ারি ২ জন শিশু মারা যায়। সর্বশেষ গত ৮ মার্চ আরও ২ জন শিশু মারা গেছে। সরকারি হিসাব মতে, এ পর্যন্ত ৫ জন শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

সর্বশেষ প্রায় একশজন শিশু আক্রান্ত হওয়ার খবর দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ওই এলাকায় পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা ব্যবস্থা রয়েছে। প্রত্যন্ত এলাকা হওয়ায় চিকিৎসা টিমকে হেঁটে যেতে হচ্ছে। তবে আজ সকাল থেকে শুনেছি পরিস্থিতি উন্নতির দিকে বলে জানান তিনি।

আরও পড়ুন : মাগুরায় ১৩৮ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেকার আহম্মদ মুঠোফোনে বলেন, গত ফেব্রুয়ারি মাস হতে আজ পর্যন্ত ৫ জন শিশু মারা গেছে। ওই এলাকার ৭টি গ্রামে হাম ও অন্যান্য রোগে প্রায় একশতের বেশি শিশু আক্রান্ত হয়েছে। তবে এলাকার লোকজন অসচেতন বিধায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে আনা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাদ্দের জন্য এবং উন্নত চিকিৎসার জন্য চিঠি পাঠানো হয়েছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড