• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপন

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

১৭ মার্চ ২০২০, ১৭:৪৪
মুজিববর্ষ
কুলাউড়ায় মুজিববর্ষ উদযাপন (ছবি : দৈনিক অধিকার)

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা ও পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, কুলাউড়া সরকারি কলেজ ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপন করা হয়েছে।

কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে মুজিববর্ষের কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রতিকৃতিতে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল হক, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এ টি এম মান্নান ও এমপির বিশেষ সহকারী সোহেল আহমদ।

পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

এ সময় ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রেনু প্রমুখ।

এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বরাদ্ধকৃত ঢেউটিন ও সোলার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান, কুলাউড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামছ আরেফিন, কুলাউড়া থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল, কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক ডা. সুলতান আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মতলিব প্রমুখ।

এ দিকে কুলাউড়া সরকারি কলেজে দুপুর ১২টায় বঙ্গবন্ধু কর্নারে মুজিববর্ষ উপলক্ষে কেক কাটেন কলেজ গভর্নিং বডির সভাপতি, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু কর্নার, অপরাজিতা কর্নার, জয় বাংলা দেয়ালিকার ও কেক কাটেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

এ সময় উপস্থিত ছিলেন- কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক মইনুল ইসলাম শামীম প্রমুখ।

আরও পড়ুন : করোনা শনাক্ত করতে গিয়ে মিলল অবৈধ পণ্য এছাড়া, কুলাউড়া উপজেলা শিশু একাডেমির উদ্দ্যোগে শিশু একাডেমি কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় ‘শেখ রাসেল চত্বর’-এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

এ সময় উপস্থিত ছিলেন- কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মতলিব, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাশার। এছাড়া মুজিববর্ষের ওপর শিক্ষার্থীদের মধ্যে রচনা ও বক্তব্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড