• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টিকিট কালোবাজারিদের হাতে ঢাবি শিক্ষার্থী লাঞ্ছিত

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১৪ মার্চ ২০২০, ২১:৪১
আহত
আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র আতাউল্লাহ (ছবি : সংগৃহীত)

আখাউড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে টিকিট কালোবাজারিরা। শনিবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। দুপুরে আখাউড়া রেলওয়ে (জিআরপি) থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী মোহাম্মদ আতাউল্লাহ (২৬)। তিনি বিজয়নগর উপজেলা হাটখোলা গ্রামের বাসিন্দা শামসুল হুদার ছেলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র আতাউল্লাহ জানান, শনিবার সকাল নয়টার দিকে ঢাকায় যাওয়ার উদ্দেশে আন্তঃনগর উপকূল ট্রেনের অপেক্ষায় স্টেশনে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে মোবাইল দেখছিলেন। এ সময় টিকিট কালোবাজারিদের টিকিট বিক্রির দৃশ্য শিক্ষার্থী আতাউল্লাহ ক্যামেরাবন্দী করেছে এমন সন্দেহ করে। পরে হিরণ, শরীফ, স্বপন খলিফা ও শাহীনসহ পাঁচ থেকে সাতজন টিকিট কালোবাজারি সংঘবদ্ধ হয়ে ওই শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে স্টেশনের টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন : ভোটারের উপস্থিতি বাড়াতে সিইসির নতুন কৌশল

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে (জিআরপি) থানার ওসি শ্যামল কান্তি দাস দৈনিক অধিকারকে জানান, ভুক্তভোগী ভার্সিটি শিক্ষার্থী মামলা দায়ের করেছেন। তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড