• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাটিরাঙ্গায় নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

  খাগড়াছড়ি প্রতিনিধি

১৩ মার্চ ২০২০, ০৪:০২
নিহত
বিজিবির গুলিতে নিহতরা (ছবি : দৈনিক অধিকার)

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাজিনগর এলাকায় বিজিবির গুলিতে পাঁচ জন নিহতের ঘটনায় গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি জমা দিয়েছে তদন্ত প্রতিবেদন। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের কাছে বুধবার ১২টার দিকে প্রতিবেদনটি জমা দেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিম।

এসময় কমিটির অপর দুই সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান ও সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান খন্দকার রেজাউল করিম।

প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে বলে জানান গেছে।

আরও পড়ুন : বেনাপোল দিয়ে সাধারণ যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা

গত তিন মার্চ মাটিরাঙ্গার গাজিনগর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলিতে এক বিজিবি সদস্যসহ ৫জন নিহত হয়। এ ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ৫ কার্যদিবস তদন্ত শেষে বুধবার রাতে প্রতিবেদনটি জমা দেয়া হয়। এ ঘটনায় বিজিবি ও নিহতদের পরিবার পাল্টাপাল্টি মামলা করেছে মাটিরাঙ্গা থানায়।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড