• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় মৃতের হার ২ ভাগেরও কম : শেবাচিম

  বরিশাল প্রতিনিধি

০৯ মার্চ ২০২০, ২০:৫৪
শেবাচিম
শেবাচিম হাসপাতাল (ছবি : দৈনিক অধিকার)

করোনা ভাইরাস প্রতিরোধে শেবাচিম হাসপাতালে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডের কার্যক্রম চালু হয়েছে। হাসপাতালের নির্মাণাধীন ভবনে নতুন এ ওয়ার্ডের কার্যক্রম শুরু করা হয়। পর্যায়ক্রমে ১৩০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে বলে জানা গেছে। করোনা সন্দেহে ভর্তি রোগীকে অবজারভেশনের জন্য নতুন এ ওয়ার্ডে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

পরিচালক ডা. বাকির বরিশালবাসীর উদ্দেশে বলেন, দেশে ৩ জন করোনা রোগী শনাক্ত হলেও এতে আতঙ্কিত বা শঙ্কিত হওয়ার কিছু নেই। বরিশালে এ ধরনের রোগীর সেবায় শেবাচিম হাসপাতালে অবজারভেশনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। পাশাপাশি একটু পরপর পানি পান করতে হবে। পরিহার করতে হবে জনসমাগম।

তিনি বলেন, আশার কথা হলো এ ভাইরাসে মৃত্যুর হার শতকরা ২ ভাগেরও কম। শিশুরা আক্রান্ত হয়েছে এমন নজিরই নেই। আক্রান্তের দিক থেকে তরুণ, যুবকদের সংখ্যাও কম। তবে বয়স্কদের ক্ষেত্রে অধিক সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ডা. বাকির।

আরও পড়ুন : ভৈরবে বিল ভরাট করায় অর্থদণ্ড

পরিচালক জানান, বরিশালে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোনো রোগী নেই। তবে মাস্ক, গাউন, প্যারাসিটামল জাতীয় ওষুধসহ সব ধরনের জিনিসপত্র পর্যাপ্ত রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড