• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভৈরবে বিল ভরাট করায় অর্থদণ্ড

  ভৈরব প্রতিনিধি

০৯ মার্চ ২০২০, ২০:১১
ভরাট
বিল ভরাট করার অপরাধে একজনকে অর্থদণ্ড ও ড্রেজারের যন্ত্র ধ্বংস (ছবি : দৈনিক অধিকার)

কিশোরগঞ্জের ভৈরবে ড্রেজারের বালু দিয়ে বিল ভরাট করার অপরাধে একজনকে অর্থদণ্ড ও ড্রেজারের যন্ত্র ধ্বংস করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকালে কালিপুর পলতাকান্দা বিলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।

জানা যায়, সপ্তাহখানেক আগ থেকে কালিপুর পলতাকান্দা গ্রামের মধ্যকার বিলটি ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে ভরাট করে যাচ্ছে জমি দাবিকৃত মালিক আবু কালাম। এই অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪.১৫ (১) ধারা মোতাবেক ড্রেজার মালিক মো. সেলিম মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ ৪০০ ফুট পাইপ ও ড্রেজার ধ্বংস করেন।

ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানায়, আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করি এবং ড্রেজার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ড্রেজার পাইপ ধ্বংস করা হয়। তাছাড়া জমির মালিক উপস্থিত না থাকায় তাকে সাবধানতাসহ বালু ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ময়মনসিংহে চতুর্থ শ্রেণির ছাত্রের আত্মহত্যা

এই সময় ভৈরব থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড