• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শক্রতার জেরে কৃষকের ধান নষ্ট করল প্রতিপক্ষ

  জয়পুরহাট প্রতিনিধি

০৭ মার্চ ২০২০, ১৯:১১
কৃষকের ফসল নষ্ট
কৃষকের ফসল নষ্ট ( ছবি : দৈনিক অধিকার )

জয়পুরহাটের পাচঁবিবি উপজেলায় কৃষকের এক বিঘা জমির ধান নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

অভিযুক্তরা হলো- উপজেলার বীরনগর গ্রামের আব্দুল জব্বার ও আবু তালেব।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল কুদ্দুস বাদী হয়ে অভিযুক্ত দুজনের নামে আদালতে মামলা দায়ের করেন।

আদালতের মামলা সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বীরনগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল জব্বার ও একই গ্রামের মৃত কাশেম আলীর ছেলেসহ কয়েকজন মিলে কৃষক আব্দুল কুদ্দুসের এক বিঘা জমির বোরো ধান মই দিয়ে নষ্ট করে ফেলে। এ সময় কুদ্দুস আলী তাদের বাধা দিলে তাকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি দেয়। এমনকি হত্যা করার হুমকিও দেয় তারা।

আব্দুল কুদ্দুস বলেন, তাদের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা হয়েছিল, সেই শক্রতার জেরে আমার জমির ধান নষ্ট করে ফেলেছে। আমি একজন গরিব কৃষক, অনেক কষ্ট করে এই জমিতে ধান চাষ করি।

আরও পড়ুন: ধর্ষণ ও বাল্যবিয়েকে লাল কার্ড শতাধিক শিক্ষার্থীর

তিনি আরও বলেন, আমি তাদের শক্র হতে পারি, কিন্তু আমার জমির ফসল কি ক্ষতি করেছে তাদের। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী জানান, আমি বিষয়টি জানতাম না। এখন জানতে পারলাম এই বিষয়। বিষয়টি জেনে ব্যবস্থা নেব।

পাচঁবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান জানান, জমির ফসল নষ্ট করা চরম অপরাধ। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড