• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হার না মানা শিউলী আক্তারের উদ্যোক্তা হওয়ার গল্প

  প্রিতম পাল, মৌলভীবাজার

০৭ মার্চ ২০২০, ১৮:২০
নারী উদ্যোক্তা
নারী উদ্যোক্তা শিউলী আক্তার (ছবি : দৈনিক অধিকার)

নাম শিউলী আক্তার। ২০১৩ সাল থেকে শ্রীমঙ্গল পৌরসভা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে কর্মরত আছেন তিনি। ২০১৫ তে মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ পৌর ডিজিটাল সেন্টার উদ্যোক্তা পুরস্কার লাভ করেন। এরপর এক বছরের ব্যবধানে ২০১৭ তে বিভাগীয় শ্রেষ্ঠ এবং ২০১৮ তে পুনরায় জেলায় শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা পান তিনি।

বর্তমানে ডিজিটাল সেন্টারে কাজ করার পাশাপাশি ভাই-বোনদের লেখাপড়া করাচ্ছেন এবং নিজেও স্নাতক সম্পন্ন করেছেন। সাত সদস্য বিশিষ্ট পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করছেন শিউলী আক্তার একাই। পাশাপাশি একটি প্রতিবন্ধী মেয়ের চিকিৎসার দায়িত্বও নিয়েছেন তিনি।

কথা হয় এই উদ্যমী নারীর সঙ্গে। আবেগ ঘন কণ্ঠে তিনি দৈনিক অধিকারকে বলেন, ‘একঝাঁক স্বপ্ন নিয়ে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করি। প্রথমে অনেকে অনেক রকম কথা বলত, মেয়েদের বাইরে যাওয়া ঠিক না, মেয়ে কী এখন দোকানদার হবে নাকি? বেতন ছাড়া আবার কেউ কাজ করে নাকি? এ রকম অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল বাস্তবধর্মী, আকাশচুম্বী। সেই আকাশচুম্বী আত্মবিশ্বাসের মধ্য দিয়ে সেন্টার পরিচালনা শুরু করি।

প্রথম দিকে সেন্টারে তেমন কাজ হতো না, জনগণের আসা-যাওয়া খুব কম ছিল। মাঝে মাঝে ভাবতাম আমি কি সফল হতে পারব? জনগণকে এই সেন্টার থেকে কিছু দিতে পারব? অনেক কষ্ট করে প্রচারণা শুরু করলাম। খুব কম টাকায় জনগণের মধ্যে সেবা পৌঁছে দিতে লাগলাম। ধীরে ধীরে জনগণ আমার সেন্টার মুখী হতে শুরু করল। অতঃপর আমিও সফলতা, সম্মানের সঙ্গে জনগণের দোরগোড়ায় তাদের কাঙ্ক্ষিত সেবাসমূহ পৌঁছে দিতে সক্ষম হই। তখন সবাই আমার প্রশংসা করতে শুরু করেন। আমার কাজ বাড়ে, স্বাবলম্বী হই।’

তিনি আরও বলেন, ‘নিজের মধ্যে এখন আমি অনেক পরিবর্তন দেখতে পাই। এখন সবাই আমাকে ভালোবাসে, সম্মান করে, বিশ্বাস করে। যে কোনো কাজে সবার সহযোগিতা পাই।’

আরও পড়ুন : মাহফিল শেষে বাড়ি ফেরা হলো না সাকিবের

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে আমি সবার দোয়া এবং সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। আমার অনেক বড় স্বপ্ন সমাজের অসহায় দরিদ্র মহিলা ও শিশুদের জন্য কিছু করার। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। যাতে তারাও স্বাবলম্বী হতে পারে।’

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড