ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাহফিলের তবারক খেয়ে বাড়িতে ফেরা হল না সাকিবের।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধামসার গ্রামের পূর্বপাড়ার একটি পুকুর থেকে সাকিব নামে ওই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণা করা হচ্ছে সড়কের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত কোনো যানবাহন সাকিবকে পেছনে থেকে আঘাত করে। এতে সে সড়কের পাশে পুকুরে পড়ে নিহত হয়। তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম দৈনিক অধিকারকে জানান, সাকিব রাতে তার বাবার সঙ্গে বাড়ির কাছে একটি মাহফিলে যায়। মধ্যরাত হওয়ার পর বাবা সিদ্দিকুর রহমান বলেন বাড়ি ফিরে যেতে। কিন্তু সাকিব জানায় মাহফিল শেষ করে তবারক খেয়ে বাড়িতে ফিরবে। তার এই কথা শুনে সাকিবকে রেখে বাবা সিদ্দিকুর রহমান একাই বাড়িতে ফিরে আসে।
আরও পড়ুন : বরিশালে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
একপর্যায়ে ভোররাতে মাহফিল শেষ হওয়ার পর সাকিব বাড়ির উদ্দেশে রওনা হয়। কিন্তু সে বাড়িতে না পৌঁছালে পরিবারের সদস্যরা সকালে তাকে খুঁজতে থাকে। সকালে বাড়ির কাছাকাছি সড়কের পাশে পুকুরে স্থানীয়রা সাকিবের লাশ দেখতে পায়।
ওডি/এএসএল
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড