• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধায় দুই বাংলার শিল্পকর্ম প্রদর্শনী শুরু

  গাইবান্ধা প্রতিনিধি

০৭ মার্চ ২০২০, ১৭:০২
গাইবান্ধা
শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি (ছবি : দৈনিক অধিকার)

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় শুরু হয়েছে ১১ দিনব্যাপী বাংলাদেশ-ভারতীয় শিল্পীদের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ‘সম্প্রীতির সুষমা‘।

শনিবার (৭ মার্চ) দুপুরে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। পরে হুইপসহ ভারত ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা শিল্পকর্মগুলো ঘুরে ঘুরে দেখেন।

এ সময় ভারতের বংশীবাদক বিমল কুমার সরকারের বাঁশির সুরে জাতীয় সংগীত গেয়ে শোনান সকলকে।

এর আগে সকালে পাবলিক লাইব্রেরীর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্পী শাহ মাইনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক আবদুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার, মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন এছাড়াও বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের রাসেল আহম্মেদ লিটনসহ অন্যরা।

পরে শিশু-কিশোরদের নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরও পড়ুন : বগুড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত পর্যন্ত। উমুক্ত থাকবে সাধারণ মানুষের জন্য।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড