• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

  বগুড়া প্রতিনিধি

০৭ মার্চ ২০২০, ১৬:৪৭
প্রেসক্লাব
প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ওপর আলোচনা সভা (ছবি : দৈনিক অধিকার)

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ওপর আলোচনা সভা করেছে প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।

শনিবার (৭ মার্চ) জেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ পৃথক কর্মসূচি পালন করে। সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু।

এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, তোফাজ্জল হোসেন দুলু, আবুল কালাম আজাদ, টি জামান নিকেতা, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, আব্দুস সালাম, সাজেদুর রহমান সাহীন, আমিনুল ইসলাম ডাবলু, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়।

বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন। ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, রেজাউল হাসান রানু, মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক, আব্দুস সালাম বাবু, এস.এম কাওছার, আমজাদ হোসেন মিন্টু, জেএম রউফ, এসএম আইয়ুব, সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লব, মেহেরুল সুজন, আব্দুর রহমান টুলু. আব্দুর রহিম, ফরহাদুজ্জামান শাহী ও আহম্মেদ উল্লাহ মনু।

সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধুর এই ভাষণের দিক-নির্দেশনাই ছিল সে সময় বজ্রকঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র। অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমিত শক্তির উৎস ছিল এ ঐতিহাসিক ভাষণ। যার আবেদন কোনোদিনই ম্লান হবে না। ৭ মার্চ বঙ্গবন্ধুর উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক-নির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বঙ্গবন্ধুর ভাষণে মহামুক্তির আনন্দে বাঙালি জাতি উজ্জীবিত হয়ে ওঠে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যদিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনে বাঙালি জাতি।

আরও পড়ুন : ভোলায় স্কুল শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

জেলার বিভিন্ন উপজেলায় কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড