• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বর্ডার ম্যানেজমেন্ট বৈঠকের জন্য ভারতীয় প্রতিনিধি দল বেনাপোলে

  শার্শা প্রতিনিধি, যশোর

০৫ মার্চ ২০২০, ১৩:২৭
ভারতীয় প্রতিনিধি দল
ভারতীয় প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা (ছবি : দৈনিক অধিকার)

ভারত-বাংলাদেশ বর্ডার ম্যানেজমেন্ট রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকের জন্য বিএসএফের আট সদস্যর প্রতিনিধি দল যশোরের বেনাপোল দিয়ে বাংলাদেশে পৌঁছেছে। সীমান্তে চোরাচালান ও নারী-শিশু পাচার রোধ এবং দুই দেশের বন্ধুত্ব বজায় রাখাসহ আরও নানাবিধ বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার সময় বিএসএফের দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার আইপিএস আইজি শ্রী ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করে।

বাংলাদেশে আগমনের সময় বেনাপোল নো ম্যান্স ল্যান্ডে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন ভারতীয় প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানান।

ভারতীয় বিএসএফের দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার আইপিএস আইজি শ্রী ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে অন্যান্যরা হলেন- খোরানিয়ার স্ত্রী শ্রীমতি রুসিয়া খোরানিয়া, আইজি বিএসএফএর উত্তর বেঙ্গল ফ্রন্টেরিয়ার শ্রী আ্যাশউইনি কুমার সিংও তার স্ত্রী শ্রমতি মায়া সিং, গোহাটি আইপিএস আইজি শ্রী পিয়াস মোরধিয়া, গোহাটি ফ্রন্টিয়ার ডিজি নডল অফিসার শ্রী জিতেন্দ্র কুমার রুডোলা, দক্ষিণ বাংলা ফ্রন্টিয়ার নুডল অফিসার ডিআইজি শ্রী সুরজিত সিং গুলোরিয়া, নর্থ বাংলার ফ্রন্টিয়ার নুডল অফিসার শ্রী রাজিভা রঞ্জন শর্মা, সাউথ বাংলার স্টাফ অফিসার শ্রী রবি রঞ্জন ও এ এইচ সি শ্রী রাকেশ কুমার রাইনা।

খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন বলেন, উভয় দেশের সীমান্ত সংক্রান্ত বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হবে।

ভারতীয় বিএসএফের প্রতিনিধি দল আজ যশোর হোটেল জাবের ইন্টারন্যাশনালে দুপুরে মধ্যাহ্নভোজ শেষে বৈঠক করবেন। এর আগে বেলা সাড়ে ১১টার সময় বেনাপোল কোম্পানি সদরে গার্ড অব অনার প্রদান করা হয় প্রতিনিধি দলকে।

আরও পড়ুন : রাতের আঁধারে কঙ্কাল চুরি, ইন্টার্ন চিকিৎসকদের কাছে বিক্রি

যশোর বিজিবির উপপরিচালক ফারুক হোসেন বলেন, প্রতিনিধি দল আজ যশোর বৈঠক শেষে খুলনা বিজিবি সেক্টর সদরে যাবেন। সেখান থেকে তারা বিভিন্ন জায়গা ভ্রমণ শেষে ৮ তারিখে বেনাপোল হয়ে আবার ভারতে ফিরে যাবেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড