• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাঙ্গাইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  টাঙ্গাইল প্রতিনিধি

০৪ মার্চ ২০২০, ১৬:৫৯
মরদেহ
নিহতের মরদেহ ( ছবি : দৈনিক অধিকার )

টাঙ্গাইল সদর উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম মোছা. তন্নি (২৫)। বুধবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার দাইন্যা উত্তর রাম পাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তন্নি ওই এলাকার আল আমিনের স্ত্রী ও সদর উপজেলা সারুটিয়া গ্রামের আমীর হামজার মেয়ে। তার ৮ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে। এ ঘটনায় আল-আমিন, তার মা রোকেয়া ও বড় ভাই রফিকুল পলাতক রয়েছে। এ ছাড়া আল-আমিনের বিরুদ্ধে মাদক সেবন ও মাদক কারবারের অভিযোগও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, যে ঘর থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেই ঘরের উচ্চতা খুবই কম। একটি মানুষ দাঁড়িয়ে থাকলে ঘরের ছাউনিতে আটকে যাবে। আমরা গিয়ে ঝুলন্ত লাশের পাশে আগরবাতি জ্বালানো অবস্থায় দেখতে পেয়েছি। তন্নি যদি আত্মহত্যা করত তাহলে আগরবাতি জ্বালাল কে।

তন্নির বাবা আমীর হামজা বলেন, ২০১৭ সালে আল-আমিনের সঙ্গে তন্নির বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় তন্নিকে মারধর করত আল-আমিন। মঙ্গলবার রাতে তন্নির গলাটিপে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়।

তন্নির দাদি হাজেরা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, গত বৃহস্পতিবার আমার নাতনি তন্নিকে আনতে গিয়েছিলাম। তার শ্বশুরবাড়ির লোকজন দেয়নি। তারা তন্নিকে হত্যা করবে বলেই হয়তো আমার সঙ্গে দেয়নি।

আরও পড়ুন: ভোলায় আগুনে পুড়ে ছাই হলো ২০টি দোকান

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তেমন কিছু বলা যাবে না।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড