• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সন্ত্রাসী হামলায় জাতীয় হকি দলের খেলোয়াড় আহত

  ফরিদপুর প্রতিনিধি

০৩ মার্চ ২০২০, ১৯:৫০
হকি খেলোয়াড়
জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় এনামুল কবির তুর্য (ছবি : দৈনিক অধিকার)

ফরিদপুরে সন্ত্রাসী হামলায় জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় এনামুল কবির তুর্য (২৮) আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তাকে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় এলামুলের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে।

এনামুল ফরিদপুর শহরের আলীপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী হারুন অর রশিদের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলের বাবা। ফরিদপুর নিউ মার্কেটে তুর্য কালেকশন নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। জাতীয় হকি দলের এই খেলোয়াড় ২০১৪ সালে অবসরে যান।

এনামুলের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে আলীপুরের বাড়ি থেকে এনামুল হাজী শরীয়তুল্লাহ বাজারস্থ তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। বায়তুল মোকাদ্দেম মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাত পাঁচ-ছয়জন সন্ত্রাসী তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার শরীরের ডানে কোমরে, বাম হাত ও পায়ে কুপিয়ে জখম করা হয়েছে।

এ ঘটনায় আহত এনামুলের চাচা হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বজলুর রশিদ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, বাজারের সাবেক সভাপতি হাবিবুর রহমানের সঙ্গে আমাদের দ্বন্দ্ব রয়েছে। এরই জের ধরে এই হামলা করা হয়ে থাকতে পারে।

তবে এ দাবি নাকচ করে হাবিবুর রহমান বলেন, এনামুলের ওপর হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। কেউ যদি এ ব্যাপারে তাকে জড়িয়ে কোনো কথা বলেন তবে সেটা হবে নোংরা রাজনীতি।

আরও পড়ুন : খাগড়াছড়িতে ৫ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম জানান, এ ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড