• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

  ময়মনসিংহ প্রতিনিধি

০৩ মার্চ ২০২০, ১৭:৫৭
হাসপাতাল
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয় (ছবি : দৈনিক অধিকার)

মাদক মামলার আসামি হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন ইব্রাহিম (৪২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই কয়েদির মৃত্যু হয়।

নিহত কয়েদি ইব্রাহিম ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার আব্দুল্লাহ দৈনিক অধিকারকে বলেন, গত ২৫ ফেব্রুয়ারি ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে ইব্রাহিমকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন : দিল্লির সহিংসতায় উত্তাল বরিশাল, মোদীর কুশপুত্তলিকা দাহ

এরই মধ্যে সোমবার রাতে ইব্রাহিম হৃদরোগে আক্রান্ত হলে তাকে মমেক হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা কয়েদি ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইব্রাহিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড