• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিল্লির সহিংসতায় উত্তাল বরিশাল, মোদীর কুশপুত্তলিকা দাহ

  বরিশাল প্রতিনিধি

০৩ মার্চ ২০২০, ১৭:২৯
মিছিল
দিল্লির সহিংসতা ও মোদীর বাংরাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল (ছবি : দৈনিক অধিকার)

ভারতের দিল্লিতে নির্বিচারে মুসলিম হত্যা, বাড়ি-ঘরসহ মাদরাসা-মসজিদ ও পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগের প্রতিবাদে ফুঁসে উঠেছে বরিশালবাসী।

এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশসহ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জনতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বরিশালের সর্বস্তরের ওলামা-মাশারেখ ও তৌহিদী জনতার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা ১১টার দিকে খণ্ড খণ্ড মিছিল বরিশাল সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়।

পরে সেখানে মহানগর ইমাম সমিতির সভাপতি কাজী আবদুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মাওলানা শামছুল আলম, মুহতামিম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, মুফতি সাব্বির আহমাদসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মাদরাসার অধ্যক্ষগণ।

সমাবেশে বক্তারা সকল জুলুম-নির্যাতন বন্ধের পাশাপাশি ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ভারতে নির্বিচারে মুসলিম হত্যা বন্ধে বাংলাদেশ সরকারসহ বিশ্বের সকল মুসলিম শাসক, ওআইসি এবং জাতিসংঘের প্রতি জোর দাবি জানানো হয়।

আরও পড়ুন : প্রতিপক্ষের হামলায় ঝরল ছেলের প্রাণ, হাসপাতালে বৃদ্ধ বাবা

পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সদর রোড এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলের আগে সমাবেশ স্থলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড