• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে কুপিয়ে ৩ জনকে জখম, একজনের পায়ের রগ কর্তন

  ঝিনাইদহ প্রতিনিধি

০৩ মার্চ ২০২০, ০০:৪৬
আহত
আহত ৩ যুবক (ছবি : দৈনিক অধিকার)

ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর মঠবাড়ি চৌরাস্তা মোড়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ৩ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় একজনের পায়ের রগ কেটে দেওয়া হয়।

সোমবার (২ মার্চ) রাত ৮টা ও ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মানিক (২৫), রিয়াজ মোর্শেদ (২০) ও অন্তর (১৯)। এর মধ্যে মানিকের পায়ের রগ কেটে দেওয়া হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সদর উপজেলার মধুপুর মঠবাড়ি চৌরাস্তা এলাকায় বেশ কিছুদিন ধরে স্থানীয় রুবেল ও আমিনুলের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে রাত ৮টার দিকে তাদের সমর্থিত ৮-১০ জন যুবক মঠবাড়ি চৌরাস্তা এলাকায় জড়ো হয়। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আমিনুলের সমর্থক অন্তর এবং রুবেলের সমর্থক রিয়াজ মোর্শেদকে কুপিয়ে আহত করা হয়। এ সময় মানিক নামে আমিনুলের আরও এক সমর্থক নিখোঁজ থাকে। এরপর রাত ১১টার দিকে পোড়াহাটি এলাকার কলাক্ষেত থেকে পায়ের রগ কাটা অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহেল মারুফ জানান, মানিকের ডান পায়ের রগ কেটে গেছে এবং শারীরর অন্যান্য স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া অপর দুজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এদের মধ্যে মানিক ও রিয়াজ মোর্শেদের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : পরীক্ষায় নম্বর কম দেওয়ার হুমকি দিয়ে চাঁদা আদায়

আহত মানিক পোড়াহাটি এলাকার ছবের মিয়ার ছেলে, অন্তর একই এলাকার নজরুলের ছেলে এবং রিয়াজ মোর্শেদ আগুন কাস্টসাগরা এলাকার মহি উদ্দিনের ছেলে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড