• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চিম্বুক-নীলগিরি ভ্রমণে ট্যুরিস্ট বাস চালু

  বান্দরবান প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২১
বান্দরবান
বাস চালু (ছবি : দৈনিক অধিকার)

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২২ শত ফিট উঁচুতে বান্দরবান জেলার অন্যতম চিম্বুক ও নীলগিরি পর্যটন কেন্দ্র ভ্রমণের সুবিধার্থে প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত ট্যুরিস্ট বাস চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শহরের বাস টার্মিনালের হোটেল হিল ভিউ-এর নিজস্ব উদ্যোগ ও তত্ত্বাবধানে বান্দরবানে আগত পর্যটকদের সুবিধার্থে যোগোপযোগী এই গণপরিবহনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্যুরিস্ট বাস উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ সময় মন্ত্রী বলেন, বান্দরবানের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তেমনিভাবে বান্দরবানসহ তিন পার্বত্য জেলাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে পার্বত্য জেলা আর পিছিয়ে থাকবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবান হোটেল হিল ভিউ-এর মালিক ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ বলেন, হোটেল হিল ভিউ-এর নিজস্ব উদ্যোগে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটন নগরী বান্দরবানে ঘুরতে আসা পর্যটকরা যাতে অল্প খরচে ভ্রমণ করতে পারেন তাই প্রথমবারের মতো দুটি এসি বাস চালু করেছি। পরবর্তীকালে পর্যটকদের চাহিদা অনুযায়ী ধাপে ধাপে আরও বাস চালু করা হবে। এই বাসগুলো প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বান্দরবান থেকে চিম্বুক হয়ে নীলগিরি পর্যটন কেন্দ্র পর্যন্ত চলাচল করবে।

আরও পড়ুন : মির্জাপুরে ২৪ শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও পরিবহন নেতা আবদুল কুদ্দুছ প্রমুখ।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড