• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ আটক ২

  গাজীপুর প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৮
সামিরা
চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি স্ত্রী সামিরাসহ আটক ২ (ছবি : দৈনিক অধিকার)

গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি স্ত্রী সামিরাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নিহত আ. রহমানের স্ত্রী মোসা. সামিরা আক্তার(২৬) এবং মো. আলী হোসেন(৫৫)।

র‌্যাবের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সামিরা নিহত আ. রহমানের ৪র্থ স্ত্রী। গত ১০ ফেব্রুয়ারি তার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে স্ত্রী সামিরাকে জোরপূর্বক যৌন কাজে লিপ্ত করে। এ ঘটনায় আসামি সামিরা পরদিন রাত তিনটার দিকে বাসায় থাকা ধারালো দা দিয়ে স্বামী আ. রহমানকে ঘুমন্ত অবস্থায় জবাই করে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পর আসামি লাশকে তোশকে মুড়িয়ে রাখে। পরে মুখমণ্ডল এসিড দিয়ে ঝলসে দেয়।

পরবর্তী তিন দিন সামিরা বাসায় অবস্থান করে। অবশেষে লাশ সরিয়ে ফেলতে ব্যর্থ হয়ে বাবা মায়ের সহায়তায় পালিয়ে যায়।

সে আরও জানায়, আসামি সামিরা পালিয়ে প্রথমে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ফুলবাড়ী এলাকায় তার এক বান্ধবীর বাসায় দুই দিন আত্মগোপনে থাকে এবং সেখান থেকে গত ১৫ ফেব্রুয়ারি পালিয়ে তার মামার বাসা নওগাঁয় যায়, সেখানে কিছুদিন অবস্থান করে গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর দক্ষিণখান এলাকায় তার চাচার বাসায় আত্মগোপন করে। সেখান থেকে র‌্যাব তাকে আটক করে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার প্রশিকা মোড়ের দক্ষিণ পার্শ্বে বিল্লাল হোসেনের বাসা থেকে গলাকাটা অর্ধগলিত আব্দুর রহমানের (৫২) লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন : লক্ষীপুরে সড়ক সংস্কারে অনিয়ম তদন্তে দুদকের অভিযান

বাড়ির মালিক বিল্লাল হোসেন পঁচা গন্ধ পেয়ে শ্রীপুর থানায় খবর দেয়। খবর পেয়ে অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় র‍্যাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড