• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশাল-মেহেন্দীগঞ্জ যোগাযোগে ফেরি সার্ভিস উদ্বোধন

  বরিশাল প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩০
ফেরি সার্ভিস
ফেরি সার্ভিস উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

বরিশালের সঙ্গে মেঘনা নদী দ্বারা বিচ্ছিন্ন মেহেন্দিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ফেরি সার্ভিস চালু করা হয়েছে।

মেহেন্দিগঞ্জের দাদপুর ঘাট থেকে হিজলার বাহেরচর ঘাটের এ ফেরি সার্ভিস শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।

জানা গেছে, বিচ্ছিন্ন এ উপজেলার সঙ্গে বরিশালের সড়ক ব্যবস্থা চালু করতে প্রায় দেড়শ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মেহেন্দিগঞ্জ-হিজলা সড়কপথ চালু করতে স্বপ্নের নতুন ফেরি সংযুক্তির মাধ্যমে বরিশালের সঙ্গে মেহেন্দিগঞ্জের সড়ক যোগাযোগ নিশ্চিত হলো। ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে হিজলার উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, মেহেন্দিগঞ্জের উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান লিটন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে বলেন, এ সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার ফেরি সার্ভিস উদ্বোধন এরই অংশ।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. সোহাগ তালুকদার বলেন, মেহেন্দিগঞ্জের সঙ্গে বরিশালের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে মাসকাটা নদীর চ্যানেলে ২১০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাদ বাকি অংশে প্রায় ১৪শ মিটার হবে রাস্তা। মোট ১৬শ মিটার যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। এজন্য প্রায় দেড়শ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের পাতারহাট স্টিমার ঘাট হয়ে বেড়িবাঁধের মাথা থেকে (মাসকাটা নদীর উপর) জাঙ্গালিয়া ইউনিয়নের মিটুয়ার খেয়াঘাট পর্যন্ত একটি সেতু নির্মিত হবে।

আরও পড়ুন : চন্দনাইশে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন

জাঙ্গালিয়ার পার্শ্ববর্তী ইউনিয়ন চরগোপালপুর ইউপি চেয়ারম্যান সামশুল বারী মনির বলেন, এই সড়ক যোগাযোগ ব্যবস্থায় মেহেন্দিগঞ্জ আর বিচ্ছিন্ন থাকবে না। ফেরি সার্ভিস চালু হওয়ায় এই প্রচেষ্টা এক ধাপ এগিয়ে গেল।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড