• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন মুক্তিযোদ্ধারা 

  ঠাকুরগাঁও প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৪
ঠাকুরগাঁও
শহীদ মিনারে শ্রদ্ধা (ছবি : দৈনিক অধিকার)

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাতে এসে উপজেলা নির্বাহী অফিসারের আচরণে ক্ষুব্ধ হয়ে রাতে ফিরে গিয়েছিলেন দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধারা। সেই সঙ্গে বর্জন করেছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদ মিনারে ফুল প্রদানসহ সকল কর্মসূচি।

বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আলোচনা-সমালোচনার পর শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনায় বসেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতবুল আলম। দীর্ঘ আলোচনার পর তার মধ্যস্থতায় বিকাল ৫টার সময় শহীদ মিনারে এসে ফুলেল শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের মুক্তিযোদ্ধারা।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, ইউএনও খায়রুল আলম সুমন, উপজেলা আ. লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুস সোবহান, সাবেক ডেপুটি কমান্ডার সলেমান আলী, মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক সামশুল আলমসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার একুশের প্রথম প্রহরে ফুলেল শুভেচ্ছা জানাতে এসে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমনের অসদাচরণে শহীদ মিনার ত্যাগ করে ফিরে যান মুক্তিযোদ্ধারা। মুহূর্তের মধ্যেই বিষয়টি টপ অব দ্যা টাউনে পরিণত হয়।

আরও পড়ুন : ইউএনওর আচরণে শহীদ মিনারে ফুল দিলেন না মুক্তিযোদ্ধারা

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছিলেন, স্বাধীনতার পর থেকে উপজেলা প্রশাসনের পর মুক্তিযোদ্ধারা প্রতিটি জাতীয় দিবসে শহীদ মিনার এবং স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান। কিন্তু এবারে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন উপজেলা প্রশাসনের পর বালিয়াডাঙ্গী থানা পুলিশকে ২ নম্বর এবং মুক্তিযোদ্ধাদের ৩ নম্বর করে ফুলেল শ্রদ্ধা জানানোর কথা বললে মুক্তিযোদ্ধারা শহীদ মিনার ত্যাগ করে ফুল দেওয়া বর্জন ঘোষণা করেন।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড