• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কলা গাছের শহীদ মিনারে শ্রদ্ধা জানাল শিক্ষার্থীরা

  নাটোর প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪০
কলা গাছের শহীদ মিনার
কলা গাছের শহীদ মিনারে শিক্ষার্থীদের শ্রদ্ধা ( ছবি : দৈনিক অধিকার )

নাটোরের সিংড়া উপজেলায় কলাগাছ দিয়ে তৈরি করা শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিঞ্চুপুর-ইটালী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি এভাবেই শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ইলিয়াস হোসেন ও খুশি খাতুন নামে দুই শিক্ষার্থী জানায়, ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের খুব ইচ্ছে ছিল। তাই আমরা কলা গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে তাতে শ্রদ্ধা নিবেদন করি।

প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ২০০৮ সালে পাঠদানের অনুমতি পাই। ২০১৫ সালে এমপিওভুক্ত হয় স্কুলটি। বর্তমানে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩শ শিক্ষার্থী রয়েছে এখানে। কিন্তু এখানো কোনো শহীদ মিনার নেই। এর আগে আবেদন করেছিলাম কিন্তু এখনো পাইনি।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ জানান, এই স্কুলে শহীদ মিনার খুবই প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন দ্রুত শহীদ মিনার স্থাপন করার জন্য।

আরও পড়ুুন: লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু জানান, বিষয়টি আমার জানা ছিল না, আবেদন করলে আমরা শহীদ মিনার করে দেব।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড