• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  বরিশাল প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৮
পুস্পার্ঘ্য অর্পণ
পুস্পার্ঘ্য অর্পণ (ছবি : দৈনিক অধিকার)

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছিল বিভিন্ন শ্রেণি পেশার মানুষের।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১মিনিটে প্রথম শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য শান্তি বিষয়ক কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ।

এর পরে পর্যায়ক্রমে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাব উদ্দিন খান, ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান মুহাম্মদ ইউনুসসহ কর্মকর্তাবৃন্দ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা (দক্ষিণ) বিএনপি নেতৃবৃন্দসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকা‌রি কর্মকর্তাগণ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হাজার হাজার লোকের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে মহানগর বিএনপি নেতাকর্মীরা বেলা ১১টায় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে সকল শিক্ষক-কর্মচারী এবং স্বেচ্ছাসেবী সংগঠন সকাল ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়।

পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভায় ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ইউসুফ কালুকে সম্মাননা প্রদান করেন উপাচার্য। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে নেতাকর্মীরা শহীদ বেদীতে উঠে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সার্কিট হাউজ চত্বরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুন : ৬৮ বছর পর প্রথম সংবর্ধনা পেল ১৩ ভাষা সৈনিক

এ দিকে, কেন্দ্রীয় শহীদ মিনারে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার শুক্রবার শেষদিনে অ্যাডভোকেট এস এম ইকবালকে ‘শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক’ প্রদান করা হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড