• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোয়াখালীতে ভুয়া বিদ্যুৎ বিলসহ সাবেক কর্মকর্তা আটক

  নোয়াখালী প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪১
মিটার রিডার
ভুয়া বিদ্যুৎ বিল, মিটার, বিভিন্ন কর্মকর্তার সিলসহ মিটার রিডারকে আটক (ছবি : দৈনিক অধিকার)

নোয়াখালীতে বিপুল পরিমাণ ভুয়া বিদ্যুৎ বিল, মিটার, কর্মকর্তার সিলসহ নাছির উদ্দিন (৩১) নামের বিদ্যুৎ অফিসের সাবেক মিটার রিডারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নোয়াখালী বিদ্যুৎ অফিসের পাশের একটি ভবন থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নোয়াখালীতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া মিটার রিডারদের কয়েকজন দীর্ঘদিন ধরে জেলা শহরের বিভিন্ন বাসা/বাড়ি থেকে মূল মিটার খুলে নিয়ে তাদের কাছে থাকা নকল মিটার লাগিয়ে দিত। এই চক্রটি অফিসের কাগজপত্রে বিপিডিবি উপসহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর জাল করত। এছাড়াও তারা বিদ্যুৎ বিলের মূল কপিগুলো অফিস থেকে কৌশলে সরিয়ে নিয়ে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে গ্রাহকের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয়।

আরও পড়ুন : বগুড়ায় বিয়ের আসরে বাবার মুচলেকা

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জেলা নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন জানান, গত ৪ ফেব্রুয়ারি একজন গ্রাহকের মিটার পরিবর্তনের জন্য কাগজপত্র দেখতে গিয়ে তারসহ বাকি কর্মকর্তাদের জাল স্বাক্ষর নজরে আসে। ওইদিন এ ঘটনায় মিটার রিডার হানিফকে আটক করে পুলিশ।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড