• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে রসিদ ছাড়া অর্থ নেওয়ার অভিযোগ

  কুড়িগ্রাম প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২
কুড়িগ্রাম
কুড়িগ্রাম (ছবি : দৈনিক অধিকার)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে রসিদ ছাড়া অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বকুলতলা বাজারে রসিদ ছাড়া টাকা নেওয়ার ঘটনায় ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে জরিমানাকৃত অর্থ ফেরত দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন তিনি।

জানা যায়, ফুলবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আরেফিন তার এক সহকর্মীসহ রবিবার সন্ধ্যায় বকুলতলা বাজারে যায়। সেখানে ক্ষুদ্র মুদি দোকানদার আপেল মিয়া, আদম আলী ও গোলাম রব্বানীর কাছ থেকে দোকানের লাইসেন্স ও ফিটনেস না থাকার কারণে জরিমানা করেন।

এজন্য আপেলের কাছ থেকে ৩০০ টাকা এবং অপর দুইজনের কাছ থেকে ৪০০ টাকা নেন। টাকা নিয়ে রসিদ না দেওয়ায় দোকানদাররা রসিদ দাবি করলে, স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আরেফিন পরে দেবেন বলে জানান।

এ নিয়ে ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে অবস্থা বেগতিক দেখে উত্তোলনকৃত টাকা ফেরত দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আরেফিন জানান, তিনটি দোকান থেকে রসিদ ছাড়া টাকা নেওয়া হয়েছিল। লাইসেন্স বা ফিটনেস সার্টিফিকেট আমরা পরে দিতাম।

আরও পড়ুন : ধলেশ্বরী নদীতে বেপরোয়া বাল্কহেডের বিরুদ্ধে মামলা

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রাজু মিয়া জানান, রসিদ ছাড়া অর্থ লেনদেন করা সঠিক নয়। বিষয়টি আমি খতিয়ে দেখছি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড