• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধলেশ্বরী নদীতে বেপরোয়া বাল্কহেডের বিরুদ্ধে মামলা

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৫
বাল্কহেড
বাল্কহেড (ছবি : ফাইল ফটো)

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির এসআই সোহরাব হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এমবি তাকওয়া নামে একটি বাল্কহেড জব্দসহ শ্রমিক মাস্টার ইমরান ও ইউসুফকে আটক করে নৌ-পুলিশ।

এসআই সোহরাব হোসেন বলেন, ধলেশ্বরী নদীতে বাল্কহেডসহ বেশ কিছু জলযান বেপরোয়া গতিতে চলাচল করছে। এ কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে।

আরও পড়ুন : টেলিভিশন দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

এ ব্যাপারে নৌযানগুলোকে সতর্ক করে দেওয়ার পরও তার খেয়াল খুশিমতো নদীতে চলাচল করায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে। রবিবার রাতে ধলেশ্বরী নদীতে বেপরোয়াভাবে এমবি তাকওয়া বাল্কহেডের মাস্টার বাল্কহেডটি চালিয়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন নদী থেকে বাল্কহেডটি জব্দ করা হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড