• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্ত্রীকে হত্যার ৩২ বছর পর ধরা পড়ল স্বামী

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০১
গ্রেপ্তার
স্ত্রীকে হত্যার ৩২ বছর পর গ্রেপ্তার স্বামী আব্দুল মতিন (ছবি : দৈনিক অধিকার)

পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার ৩২ বছর পর নারায়ণগঞ্জে সাজাপ্রাপ্ত স্বামী আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মতিন কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে।

পুলিশ জানায়, কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজীরটেক এলাকার ফয়েজুদ্দিনের মেয়ে জান্নাতের সঙ্গে বিয়ের পর প্রায়ই মতিন তার স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন করত। এরই জেরে ১৯৮৮ সালে মতিন তার স্ত্রীকে প্রথমে গলা টিপে হত্যা করে। পরে তার মুখে বিষ ঢেলে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করে। এরপরই এলাকা ছেড়ে গা ঢাকা দেয় মতিন।

ওই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ১৯৯১ সালে নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল আদালত মতিনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। একপর্যায়ে সোমবার ভোররাতে গোপন সংবাদে কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামে অভিযান চালিয়ে মতিনকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানা পুলিশ।

আরও পড়ুন : চন্দনাইশে হাজার পিস ইয়াবাসহ ধরা খেল যুবক

এ ব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, ‘অপরাধী কখনোই অপরাধ করে পার পেতে পারে না। আব্দুল মতিন যে অপরাধ করেছে, তাতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মতিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড