• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মায়ের ভাষায় মাকে চিঠি লিখল ছাত্রীরা

  রাকিব হোসেন আপ্র, লক্ষ্মীপুর

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১২
মায়ের কাছে চিঠি
মায়ের কাছে চিঠি লিখছে ছাত্রী ( ছবি : দৈনিক অধিকার )

বাংলা ভাষায় নিজের মতো করে মায়ের কাছে চিঠি লিখেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। এতে মায়ের কাছে তাদের চাওয়া-পাওয়া ও অভিযোগের বিষয়টি ফুটে ওঠে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়টিতে এ আয়োজন করে ‘ভাষার প্রদীপ’ নামে একটি সামাজিক সংগঠন।

জানা গেছে, সংগঠনটির উদ্যোগে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এমন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে মাসব্যাপী কর্মসূচি শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এ বছরও প্রতিযোগিতাটির আয়োজন করে সংগঠন।

দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মেঘ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. নুর নবী, ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) লক্ষ্মীপুর আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল মান্নান আকন্দ, ভাষার প্রদীপের প্রধান সমন্বয়ক ফাহাদ বিন বেলায়েতসহ আরও অনেকে।

আরও পড়ুন: কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী নিহত

শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা চর্চা বৃদ্ধি করতে পঞ্চমবারের মতো এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ফেব্রুয়ারি মাসজুড়ে লক্ষ্মীপুরসহ ঢাকা, কুমিল্লা, ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন বিদ্যালয়ে এ কর্মসূচির অধীনে চিঠি লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড